Andaman Earthquake : ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ, এবার কম্পাঙ্ক ৪.২

পোর্ট ব্লেয়ার, ১৩ জুলাই (হি.স.): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এমনিতেই ভূকম্পপ্রবণ। ছোটখাটো কম্পন লেগেই থাকে। আবারও ভূমিকম্পের আতঙ্ক আন্দামান দ্বীপপুঞ্জে| মঙ্গলবার ভোররাত ০১.৪৪ মিনিট নাগাদ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে আন্দামান দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায়, মঙ্গলবার ভোররাতের ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ০১.৪৪ মিনিট নাগাদ ৪.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান দ্বীপপুঞ্জ| ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিগলিপুর থেকে ১৩৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, ১৪.৫০ অক্ষাংশ এবং ৯৩.১৪ দ্রাঘিমাংশ| মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| ভূমিকম্পের জেরে আন্দামান দ্বীপপুঞ্জ জুড়েই আতঙ্ক তৈরি হয়| যদিও, আন্দামান ও নিকোবর দ্বীরপুঞ্জ এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *