নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ জুলাই৷৷ বজ্রাঘাতে প্রাণ হারাল এক শিশু৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ কৈলাসহরের বনগাও এলাকায়৷ নিহত শিশুর নাম তফজুল হোসেন৷ বয়স দশ বছর৷ তার বাড়ি নরুপূর গ্রামে৷ সে তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে বনগাঁও গ্রামে যায়৷ সেখানে পুকুরে স্নান করতে গিয়েছিল৷
তখন হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে৷ মালি দৌঁড়ে ঘরে চলে যায়৷ পুকুরঘাট থেকে ঘরে আসার মধ্যেকার জায়গাতেই বজ্রপাতে শিশুটি ঝলসে যায়৷ সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি৷ ডাক্তাররা জানান হাসপাতালে পৌঁছার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে৷