নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): মঙ্গলবার গোয়া সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমি আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গোয়া সফরে যাওয়ার প্রাক্কালে কেজরিওয়াল জানালেন, “অনেক নোংরা রাজনীতি হয়েছে, এবার পরিবর্তন চাইছে গোয়া।” কেজরিওয়াল জানান, “গোয়া চাইছে প্রগতি, ফান্ডের কোনও অভাব নেই, অভাব রয়েছে শুধু সৎ উদ্দেশ্যের।”
আগামী বছরেই গোয়ায় বিধানসভা নির্বাচন। গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কেজরিওয়ালের আপ। মঙ্গলবারই গোয়া যাচ্ছেন কেজরিওয়াল। তার আগে সোমবার টুইট করে গোয়ার বর্তমান সরকারকে আক্রমণ করে টুইটে কেজরিওয়াল লিখেছেন, “গোয়া পরিবর্তন চাইছে। বিধায়কদের কেনা-বেচা যথেষ্ট হয়েছে। অনেক নোংরা রাজনীতি হয়েছে। গোয়া উন্নতি চাইছে। ফান্ডের কোনও অভাব নেই, অভাব রয়েছে শুধু সৎ উদ্দেশ্যের। গোয়া সৎ রাজনীতি চাইছে। মঙ্গলবার গোয়ায় দেখা হচ্ছে।”

