Rule of law has returned to the state : রাজ্যে আইনের শাসন ফিরে এসেছে, দাবি সংখ্যালঘু মোর্চার রাষ্ট্রীয় সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের দিশায় চলছে ত্রিপুরা রাজ্য৷ পূর্বে সংখ্যালঘুদের কমিউনিস্টরা ভোটব্যাংকের জন্য ব্যবহার করেছে৷ কিন্তু বর্তমান সরকার সেই মানসিকতায় এগোচ্ছে না৷ বর্তমান সরকার সংখ্যালঘুদের শিক্ষা সহ একাধিক ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করে চলেছে৷ কিন্তু পূর্বের সিপিআইএম এবং কংগ্রেস সরকার কখনো রাজ্যে সংখ্যালঘুদের জীবনযাত্রার মান উন্নত করা কথা ভাবেনি৷

তাই সংখ্যালঘুদের বিজেপি সরকারের বিকাশের রাস্তা অনুসরণ করার আহ্বান জানান প্রদেশ বিজেপি কার্যালয় রবিবার বিজেপির সংখ্যালঘু মোর্চার রাষ্ট্রীয় সভাপতি জামাল সিদ্দিকী৷ তিনি বলেন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রচেষ্টায় শোষণমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা করা হচ্ছে৷ কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোষণমুক্ত এবং সাম্প্রদায়িকতা মুক্ত নতুন ভারত চান৷

সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করে চলেছে৷ আইন শাসন এবং শান্তি সম্প্রীতি রাজ্যে ফিরে এসেছে৷ অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে পুলিশ কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করছে৷ কারণ ভারতীয় জনতা পার্টি অপরাধজনক ঘটনা কখনো প্রশ্রয় দেয়নি বলে জানান তিনি৷