Tripura NH Blockade : নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

চড়িলাম, ১২ জুলাই : নেশার ভয়ঙ্কর কবলে পড়ে চড়িলাম এর পরিমল চৌমুহনী সহ পার্শ্ববর্তী এলাকার যুব সমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে পরিমল চৌমুহনীতে আগরতলা জাতীয় সড়ক সোমবার সকাল থেকে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। চড়িলাম পরিমল চৌমুহনি এলাকায় নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা।তারই প্রতিবাদে সোমবার সকাল দশটা নাগাদ এলাকাবাসী আগরতলার সাবরুম জাতীয় সড়ক চড়িলাম এলাকায় অবরোধ করেন। তাদের দাবি নেশা কারবারিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দীর্ঘক্ষন ধরে চলে অবরোধ ।আটকে পড়ে প্রচুর যান বাহন। চলাচলে ব্যাঘাত ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছেন তার কোনো তোয়াক্কা না করে কিছু অসাধু ব্যবসায়ী চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা। মুখ্যমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে এ রমরমা ব্যবসা । এরই প্রতিবাদে এলাকাবাসী একত্রিত হয়ে চরড়িলামে আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। তাদের একটাই দাবি নেশা কারবারিদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলাশাসক বিশ্বেশ্বরী বি। তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অতি শীঘ্রই আসামিকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন। আশ্বাসবাণী মানতে নারাজ এলাকাবাসী। তাদের দাবি আসামিকে এখনই গ্রেপ্তার করতে হবে, তা না হলে চলবে পথ অবরোধ ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ও টিএসআর বাহিনী। পরবর্তী সময়ে জেলাশাসক বিশ্বেশ্বরী বির আশ্বাসে এলাকাবাসী আগরতলা সাবরুম জাতীয় সরক অবরোধ মুক্ত করেন।