Scam in the name of railway job : রেলের চাকরির নামে প্রতারণা চক্রের আরও এক পান্ডা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ রাজ্যে রেলওয়ে নিয়োগের দুর্নীতির মামলায় আরও এক প্রতারক পুলিশে জালে ধরা পড়ল৷ তার নাম অসীম দে৷ বাড়ি আগরতলায় ধলেশ্বর ১১ নং রোডে৷ ধৃত ব্যক্তি গন্ডাছড়া আইটিআইয়ে ইনস্টাক্টার পদে কর্মরত৷ মামলার তদন্তকারী অফিসার এসআই সুবীর মালাকারের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, রাজ্যের বেশ কয়েকজন যুবকের কাছ থেকে রেলওয়ের রিক্রুটম্যান্ট টোপ দিয়ে ঘোটালা করেছে বলে অভিযোগ উঠে৷ সেই মোতাবেক আর কে পুর থানায় একটি মামলা হয় ২০১৯ সালের ২৭ আগষ্ট৷ মামলা হয় ইউএস ৪২০/৩৪ আইপিসি মোতাবেক৷ পরবর্তী সময়ে মামলায় ৪৬৭/৪৬৮ এবং ১২০ (বি) ধারা যুক্ত করা হয়৷ পুলিশ তদন্তে নেমে অরিন্দম দেবনাথ, অঙ্কুশ দেবনাথ, সৌমেন দাস নামে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে৷ বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্টের ভূয়ো ওয়েবসাই তৈরী করে কল লেটার পাঠানো, মেডিকেল পরীক্ষা নিরীক্ষা, নিয়োগপত্র দেয়ার ব্যবস্থা করেছিল এই চক্রটি৷ শুধু তাই নয়, ভূয়ো রেলওয়ে ট্রেনিং সেন্টারও তৈরী করেছে এই চক্রের পান্ডারা৷