Theft in Bishalgarh : করোনা কারফিউ এর মধ্যেও বিশালগড় মহকুমা এলাকায় চুরি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ জুলাই।। করোনা কারফিউ এর মধ্যেও খামতি নেই বিশালগড় মহকুমা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা। এমনই এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বিশালগড় থানার অন্তর্গত কে কে নগর গ্রাম পঞ্চায়েত এলাকার। বাসিন্দা দুলাল দেবনাথ এর বাড়িতে।

ঘটনার বিবরণে জানা যায় গতকাল দুলাল দেবনাথ বাড়ি থেকে নিজ আত্মীয়র বাড়িতে বাড়ির সবাইকে নিয়ে বেড়াতে যান। রবিবার সকালে পার্শ্ববর্তী এলাকার লোকজন দেখতে পায় উনার বাড়ির দরজা ভাঙ্গা। পরবর্তী সময়ে এলাকার লোকজন দেখতে পেয়ে খবর পাঠায় দুলাল দেবনাথ কে। তিনি বাড়িতে এসে দেখেন দরজা ঘরের শোকেস আলমারি, লন্ডভন্ড করে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ চোরের দল নিয়ে চম্পট দেয়। পরবর্তী সময় বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।