Martinez received Golden Gloves : গোল্ডেন গ্লাভস পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

রিও ডি জেনেইরো, ১১ জুলাই (হি.স.) : এবারের কোপা আমেরিকা কাপে সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টাইন এই গোলরক্ষকের জাতীয় দলের জার্সিতে ২০১১ তে অভিষেক হলেও এবারের কোপা আমেরিকাতেই তিনি প্রথমবার দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে পুরো টুর্নামেন্টে খেলেন।

গোটা টুর্নামেন্টেই তিনি নজর কেড়েছেন অ্যালবিসেলেস্তের জার্সিতে। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি শ্যুটআউট তাঁর পারফেক্ট স্পটিংকে কুর্নিশ করেছে বিশ্ব। এছাড়াও যা জানা গেছে অন্দরমহল সূত্রে তা হল পেনাল্টি শ্যুটআউটের সময় কলম্বিয়ার প্লেয়ারদের মনসংযোগ ভাঙতে আজেবাজে কথা বলে চলেছিলেন তিনি।


আর এদিন আর্জেন্টিনা বনাম ব্রাজিল পুরো ম্যাচে বল পজেশনের হিসেবে ব্রাজিলের দখলদারি ৫৯ শতাংশ অন্যদিকে তাঁদের গোলবাউন্ড মুভমেন্ট ৫ টি । যার মধ্যে দুটি শট অন টার্গেট। আর্জেন্তাইন রক্ষণকে একাধিকবার ব্রাজিল টপকালেও জালে বল জড়াতে পারেনি যার কারণে তিনি আর কেউ নন তিনি এমিলিয়ানো মার্তিনেজ। ক্লাব ফুটবলে লোনে আর্সেনালে খেলেন তিনি। এই গোলরক্ষককে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্তাইন তারকা লিও মেসি। শুধু মেসির সার্টিফিকেটই নয়, তিনিই যে সেরা তা আরও একবার কোপা ফাইনালের পরে প্রমাণিত হল যখন তাঁর কৃতিত্বে সিলমোহর দিয়ে কোপা আমেরিকার টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস তাঁর হাতেই উঠল।