দ্বিতীয় সন্তানের বাবা হলেন হরভজন সিং

নয়াদিল্লি, ১০ জুন (হি. স.) : প্রতীক্ষার অবসান । দ্বিতীয় সন্তানের বাবা হলেন হরভজন সিং। বাবা হওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ভারতীয় স্পিনার। তাঁর স্ত্রী গীতা ও সন্তান দু’জনই ভাল আছে।

চলতি বছর মার্চ মাসেই সুখবর দিয়েছিলেন হরভজন সিং । জানিয়েছিলেন, আরও একবার বাবা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রী গীতা বসরার ছবিও পোস্ট করেছিলেন। প্রতীক্ষার অবসানে পুত্র সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। শনিবার ভাজ্জির সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে লেখা, “ঈশ্বরের আশীর্বাদে সুস্থ সন্তান জন্ম নিয়েছে। গীতা ও বাচ্চা দু’জনই ভাল আছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের ভালবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।” সঙ্গে ক্যাপশনেই জানিয়েছেন, ছেলে হয়েছে তাঁদের। স্বাভাবিকভাবেই সুখবর জানানোর পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সেলেব দম্পতি।


২০১৫ সালে বলিউড নায়িকা গীতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভাজ্জি। পরের বছরই ঘর আলো করে আসে মেয়ে হিনায়া। বছর পাঁচেক পর এবার ভাইকে স্বাগত জানাল ছোট্ট হিনায়া। স্বামীর দায়িত্বজ্ঞানের প্রশংসা মাঝেমধ্যেই শোনা যায় গীতার গলায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাস কয়েক আগেই একটি সাক্ষাৎকারে গীতা জানিয়েছিলেন, তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছিলেন হরভজন। বেশিরভাগ সময় হিনায়ার দেখভাল তিনিই করতেন। গীতাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছিলেন। এবার যে সদ্যোজাতর যত্নে ব্যস্ত হয়ে পড়বেন বাবা, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *