Biplab Kumar Deb : কাদা জল জমে পদ্ম ফুল ফুটতে বাধা সৃষ্টি হয় না, সমালোচকদের জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই (হি. স.) : কর্দমাক্ত স্থানেই পদ্ম ফুল ফুটে এবং তার সুভাষ চারিদিকে ছড়িয়ে দেয়। তেমনি বিজেপির নেতৃত্বে সারা দেশে উন্নয়ন ছড়িয়ে পড়বে। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে এক আবেগপ্রবণ পোস্ট দিয়ে সমস্ত সমালোচকদের এভাবেই জবাব দিয়েছেন। সাথে তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় যতদিন থাকবে তিনিও ত্রিপুরায় ততদিন থাকবেন।


ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময়কাল তিন বছর। এরই মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে বিজেপি কিছুটা দিশেহারা হয়ে পড়েছে। সংস্কারপন্থী তকমা নিয়ে একাংশ বিদ্রোহী বিধায়ক সরকারের সামনে নানা প্রতিকুলতা তৈরী করে চলেছেন। পরিস্থিতি এমনও হয়েছে, দরবার দিল্লি পর্যন্ত গড়িয়েছে। কিন্ত, আখেরে বিদ্রোহীরাই কোনঠাসা হয়েছেন। বিজেপি-তে শৃঙ্খলাভঙ্গের কোন স্থান নেই, তা দিল্লির নেতৃত্ব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। ফলে, এখন অনেকটাই স্বস্তিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


সকলকে সাথে নিয়েই তিনি ত্রিপুরার উন্নয়নের ধ্বজা উড়াতে চেয়েছিলেন। কিন্ত, ক্ষমতালোভী একাংশের ষড়যন্ত্রে অনেকটা ধাক্কা খেতে হয়েছে সরকারপন্থী-কে। এখন চিন্তামুক্ত হয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে বিপ্লব কুমার দেব-কে। তাই হয়তো আজ ছুটির দিনে নিজের সরকারি বাসভবনে লাগানো পদ্ম ফুল কতটা সুভাষিত হয়েছে তা পরখ করে নিচ্ছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও নিজেই পোস্ট দিয়েছেন। সাথে তিনি লিখেছেন, কাদা জল জমে পদ্ম ফুল ফুটতে বাধা সৃষ্টি হয় না। বরং এটি চারপাশের পরিবেশকে সুভাষিত রাখতে থাকে। সর্বত্র নেতিবাচক দিক থাকা সত্ত্বেও আমাদের জাতির উন্নতি হতে থাকবে। যতক্ষণ কেন্দ্রে কমল রয়েছে, ততক্ষণ কাদা জল ভারতের কোনও ক্ষতি করতে পারবে না, দৃঢ়তার সাথে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *