পবিত্র করের বাসভবনে পুলিশী অভিযান

আগরতলা, ৯ জুলাই : প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র করের বাসভবনে পুলিশ অভিযান চালিয়েছে। আজ সকাল থেকেই তাঁর রামনগর এবং খয়েরপুরের বাড়িতে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিযান চালিয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়েছে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি অর্থ নয়ছয় করেছেন বলে অভিযোগ। অবশ্য, পবিত্র কর তাঁর বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন তিনি।