Traffic disrupted udaipur : জাতীয় সড়কের টেপানিয়ায় শাল গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল ব্যহত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ জুলাই৷৷ বুধবারের প্রবল বর্ষণে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের টেপানিয়া ইকো পার্ক সংলগ্ণ এলাকায় একাধিক শাল গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে যায়৷ বাগমা এলাকা সহ গোটা গোমতি ও দক্ষিণ জেলার সাথে সাময়িক কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সয়ং এবং উদয়পুর বিপর্যয় মোকাবেলা টিমের ( ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম-ডি এম টি) কর্মীরা, রাস্তার উপর পড়ে থাকা গাছগুলো সরানোর কাজ করছেন৷

বনদপ্তর কর্মীরা ও বিপর্যয় মোকাবেলা কর্মীরা দ্রুততার সাথে গাছ কেটে জাতীয় সড়ক যান চলাচলের উপযুক্ত করে দেওয়ায় অফিস যাত্রীরা সঠিক সময়ে অফিসে যেতে পেরেছেন বলে যাত্রীরা অভিমত ব্যক্ত করেছেন৷ উল্লেখ থাকে যে টেপানিয়া এলাকার রাস্তার দু’’ধারে একাধিক শালগাছ বিপদজনক অবস্থায় ছিল বারবার সংবাদের মাধ্যমে এ ঘটনাটি দপ্তরের নজরে আনার চেষ্টা করলেও দৃষ্টিপাত করেনি দপ্তর, যার ফলে বুধবারের অল্প বৃষ্টিতেই একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়৷, আগরতলা থেকে সাব্রুম গামী এবং সাবরুম থেকে আগরতলা গামী কোনো যান যেতে পারছেন না, এখন দেখার বিষয় বাকি বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা গাছগুলির ব্যাপারে কি পদক্ষেপ নেয় বনদপ্তর৷ নিত্য যাত্রীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জাতীয় সড়কের উপর বিপদ জনক গাছ গুলি কাটার জন্য দাবি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *