নিউইয়র্ক, ৮ জুলাই (হি.স.): গোটা বিশ্বজুড়ে করোনাভাইরাসের আগ্রাসন এখনও অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যু হচ্ছে হাজার-হাজার মানুষের। নতুন করে আক্রান্তও হচ্ছেন অসংখ্য মানুষ। বাড়তে বাড়তে বিশ্বে কোভিডে মৃতের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে, এই বেদনাদায়ক মাইলফলকে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানালেন, “কোভিড মহামারীকে পরাস্ত করতে আরও দীর্ঘ পথ যেতে হবে আমাদের।”
বৃহস্পতিবার টুইট করে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, “কোভিড-১৯-এর জন্য ৪ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। এই বেদনাদায়ক মাইলফলক জানান দিচ্ছে, মহামারীকে পরাস্ত করতে আরও দীর্ঘ পথ যেতে হবে আমাদের। আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে, সঙ্গে প্রচুর ভ্যাকসিন, সমদর্শিতা ও সংহতি।”