নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): দেশের আটটি রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই আটটি রাজ্য হল-কর্ণাটক, মিজোরাম, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, গোয়া, হরিয়ানা, ত্রিপুরা ও ঝাড়খন্ড। কর্ণাটকের রাজ্যপাল করা হয়েছে থাবরচন্দ গেহলটকে, মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে হরি বাবু কাম্ভামপতিকে, মধ্যপ্রদেশের রাজ্যপাল করা হয়েছে মঙ্গুভাই ছগনভাই প্যাটেলকে এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।
মিজোরামের রাজ্যপাল ছিলেন পি এস শ্রীধরণ পিল্লাই, তাঁকে গোয়ার নতুন রাজ্যপাল করা হয়েছে। হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে ত্রিপুরার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। ত্রিপুরার রাজ্যপাল রমেশ ব্যাসকে ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হয়েছে এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন বন্দারু দত্তাত্রেয় তাঁকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে।

