নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ জুলাই৷৷ টানা দুইদিন নদীতে খোঁজ করার পরেও কোনোপ্রকার খোঁজ মেলেনি নিখোঁজ ব্যক্তির৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত অনুরাম পাড়া এডিসি ভিলেজের বাসিন্দা বিরেন্দ্র রিয়াং ( ৬৫ ) গত ২৯ শে জুন নিখোঁজ হন৷ বাড়ীর লোকজনের ধারনা বিরেন্দ্র ত্রিপুরা বাড়ীর পাশ্ববর্তী নদীর জলে তলিয়ে যায়৷
এই নিয়ে বাড়ীর লোকজন ও এলাকাবাসী একত্রিত হয়ে অনেক খোঁজা খোঁজির পর বীরেন্দ্র ত্রিপুরার খোঁজ নাপেয়ে অবশেষে গত ৩রা জুলাই বীরেন্দ্র ত্রিপুরার খোঁজে প্রসাশনের দারস্ত হন৷ ঘটনার খবরপেয়ে নবম বাহীনি টি এস আর এর ডিজেস্টার টিমে থাকা জোওয়ান পিন্টু দাসের নেতৃত্বে নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে নামাহয়৷ গত ৩ রা জুলাই ও ৫ ই জুলাই নদীতে অনেক খোঁজাখুজির পরও বীরেন্দ্র ত্রিপুরার কোনোপ্রকার খোঁজ মেলেনি৷
এই নিয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী হতাশ হয়ে পরেছেন৷ অভিঞ্জমহলের দাবী এন ডি আর এফ টিমের কর্মীরা আসলে হয়তো বীরেন্দ্র ত্রিপুরার খোঁজ পাওয়া যেতো৷ এখন দেখার বিষয় নিখোঁজ বীরেন্দ্র ত্রিপুরার সন্ধানে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

