নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভালুকিয়া লুঙ্গা এলাকায় রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ৷ নিহতের পরিচয় জানা যায়নি৷
নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অন্তর্গত ভালুকিয়া লুঙ্গা এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ স্থানীয় লোকজন মৃতদেহ পড়ে থাকতে দেখে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷
মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি৷ মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কিভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ তুফানিয়া লুঙ্গা এলাকার রাস্তায় পড়ে রয়েছে কেউ কিছুই বলতে পারছেন না৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

