বিশালগড়, ৬ জুলাই : বিশালগড়ের পশ্চিম লক্ষীবিল এলাকার জনগণ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বিদ্যুৎ নিগমের ডিজিএম অফিস ঘেরাও করলেন। বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে গোকুলনগরস্থিত রাস্তার মাথায় ডিজিএম অফিস ঘেরাও করলেন পশ্চিম লক্ষীবিল এলাকার জনগণ। তাদের দাবি দীর্ঘ তিন মাস যাবত পশ্চিম লক্ষীবিল এলাকায় বিদ্যুৎ একেবারে নেই বললেই চলে। বিদ্যুৎ কর্মীদের এলাকার বিদ্যুৎ সারাই করা কথা জানালেও কোনোভাবেই কর্ণপাত করছেন না। এমনকি বিদ্যুৎ অফিসের কর্মীদের কল করলে তারা রিসিভার তুলে হাসাহাসি করে পুনরায় রেখে দেন। কখনো তারা মদে মত্ত অবস্থায় থাকেন বলেও জানান ক্ষুব্দ গ্রাহকরা। অবশেষে মঙ্গলবার ডিজিএমকে ঘেরাও করার পর বাধ্য হয়ে ডিজিএম পশ্চিম লক্ষীবিল এলাকায় বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য সরেজমিনে যান এসডিওকে নিয়ে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এর এলাকাসহ পুরো বিশালগড় এলাকার জনগণ বিদ্যুতের সমস্যায় একেবারে নাজেহাল । বিদ্যুতের সমস্যা থেকে সাধারণ জনগণকে মুক্তি দেওয়ার জন্য রাজ্যের উপমুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
2021-07-06

