নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): প্রায় ১১১ দিন পরে ভারতে ৩৫-হাজারের নীচে নামল দৈনিক কোভিড-সংক্রমণ। সেই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪,৭০৩ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে গিয়ে ৪,৬৪,৩৫৭-এ পৌঁছেছে। সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৫৫৩ জন করোনা-রোগী। সোমবার সারাদিনে করোনার থেকে সেরে উঠেছেন ৫১ হাজার ৮৬৪ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৭,৭১৪ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,৬৪,৩৫৭ জন (১.৫২ শতাংশ)।
ভারতে ৩৬-কোটির কাছাকাছি পৌঁছে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৫,৭৫,৫৩,৬১২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৪৫,৮২,২৪৬ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৫৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,০৩,২৮১ জন (১.৩২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,৪৭,৪২৪। নতুন করে ৩৪,৭০৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৬,১৯,৯৩২।
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৫১ হাজার ৮৬৪ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯৭,৫২,২৯৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.১৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।
