ঢাকা, ৫ জুলাই (হি.স.) : কোভিড সংক্রমণ রোধে সাত দিনের কঠোর বিধিনিষেধ চলছে শুরু হয়েছে। গত ১ জুলাই ভোর ৬টা থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। তবে এই বিধিনিষেধ আরও ৭ দিন বাড়তে পারে বলে জানা গিয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে এনিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হতে পারে।
করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় বাংলাদেশে। মৃত্যুর সংখ্যা এখনোও একশ’র বেশি। তাই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আরও ৭ দিন বাড়তে পারে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে ১৪ দিনের পূর্ণ লকডাউনের সুপারিশ করে ‘কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’। পরে সরকারের পক্ষ থেকে বলা হয় পরামর্শক কমিটি সুপারিশ বিবেচনা করবে। এরপর সাত দিনের বিধিনিষেধ আরোপ করে সরকার।