cheating: গ্রাহক ঠকানোর অভিযোগে শান্তিরবাজারে রেশন দোকানে তালা দিল মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার , ৩ জুলাই৷৷ দুর্নীতির অভিযোগ পেয়ে সরকারি নায্য মূল্যের দোকানে তালা লাগালো মহকুমা প্রসাশন৷ শান্তিরবাজার মহকুমা প্রসাশনের উদাসিনতায় শান্তির বাজরের কিছুসংখ্যক সরকারি নায্যমূল্যের দোকানে চলছে লুটের রাজত্ব৷


এই সকল দোকানে সঠিকভাবে পরিষেবা পায়না গ্রাহকরা এমনটাই অভিযোগ৷ রেশন ডিলার রাতারাতি বড় লোক হবার স্বপ্ণে গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে৷ এমনই ঘটনা ঘটলো সুভাষ কলোনী সরাকারি নায্য মূল্যের দোকানে৷ এই দোকানের ডিলার কান্তি লাল দত্ত প্রতিনিয়ত লোকজনদের ঠকিয়ে আসতো বলে অভিযোগ ছিলো৷ অবশেষে লোকজনের চাপে পরে ঘটনার সত্যতা যাচাইকরে শনিবার সরকারি নায্য মূল্যের দোকানে তালা লাগালো মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিকরা৷

তবে কি প্রকারের সরকারি অর্থ নয় ছয় করে গ্রাহকদের রেশন ডিলার ঠকিয়েছে বা কিসের অভিযোগে আজকে রেশনে তালা লাগালোএইনিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের নিকট জানতে চাইলে উনারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ৷এলাকার অভিঞ্জমহলের দাবী মহকুমা শাসকের দুর্বলতা ডাকার জন্য দপ্তরের আধিকারিকরা নিরব দর্শকের ভূমিকা পালন করছে৷ এখন দেখার আগামীদিনে বাকি সরকারি নায্য মূল্যের দোকান পরিদর্শ করে প্রসাশন কোনোপ্রকার পদক্ষেপ গ্রহন করেনকিনা৷