Corona positive mother : সুস্থ সন্তান প্রসব করল করোনা আক্রান্ত মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জুলাই।। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় সুস্থ সন্তান প্রসব করল করোনা আক্রান্ত এক মা। ঘটনা রবিবার পড়ন্ত বিকেলে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মা ও শিশুকে আগরতলার জি.বি হাসপাতালে পাঠানো হয়।খবরে জানা যায়,ঊনকোটি জেলা হাসপাতাল থেকে করোনা আক্রান্ত সন্তান সম্ভবা এক মা কে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়।

১০২- এর এম্বুলেন্সে করে আগরতলায় নিয়ে যাবার সময় এম্বুলেন্সে কর্মরত স্বাস্থ্যকর্মী প্রসেনজিৎ শুক্লবৈদ্য এবং অ্যাম্বুলেন্স চালক সঞ্জীত দেববর্মার নজরে আসে যে ঐ সন্তান সম্ভবা মা-এর শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। এম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মী চেষ্টা করেন সাধ্যমত পরিষেবা দিতে। কিন্তু সম্পূর্ণ পরিষেবা দিতে হাসপাতাল তড়িঘড়ি নেওয়া প্রয়োজন দেখে এম্বুলেন্স তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে তখন কর্মরত ছিলেন তেলিয়ামুড়া ই সন্তান চিকিৎসক প্রণয় দাস।

তড়িঘড়ি পি.পি.ই- কিট পরে চিকিৎসক ও দুই জন স্বাস্থ্য কর্মী মিলে সন্তানসম্ভবা ঐ মা কে সন্তান প্রসব করান। সেই মা ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। দুজনেই সুস্থ রয়েছে।এতে খুশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ সকলে। যদিও পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য মা ও শিশুকে আগরতলায় পাঠানো হয়। এম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের চিকিৎসক নার্সদের এই ভূমিকা সত্যি প্রশংসার দাবি রাখে।

সদাহাস্য থাকা হাসপাতালের চিকিৎসক প্রণয় দাস জানান, মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ। মা শিশু দুজনেই সুস্থ রয়েছেন। যদিও উন্নত চিকিৎসার জন্য তাদের আগরতলার জি.বি হাসপাতালে পাঠানো হয়েছে। এর জন্য তিনি এম্বুলেন্সের কর্মী, হাসপাতালের কর্তব্যরত নার্স সকলকে ধন্যবাদ জানান। তেলিয়ামুড়া হাসপাতালে এর পূর্বে এরকম করণা আক্রান্ত মাকে ডেলিভারি করে সুনাম অর্জন করেছিলেন তেলিয়ামুড়ার ই আরেক চিকিৎসক। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের এই মানবিক মুখে খুশি সকলে।