Heavy Rain in Japan : জাপানে বৃষ্টি ও ভূমিধসে তলিয়ে গেল বহু বাড়ি, নিখোঁজ ২০ জন

টোকিও, ৩ জুলাই (হি.স.): গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছিল মধ্য জাপানে। লাগাতার বৃষ্টির জেরে শনিবার জাপানের শিজুওকা অঞ্চলে তলিয়ে যায় বহু বাড়ি। নিখোঁজ হয়ে যান কমপক্ষ ২২ জন, তাঁদের মধ্যে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও খোঁজ পাওয়া যায়নি ২০ জনের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দের পরই কাদামাটির ধস নামে, ভেসে যায় বহু বাড়ি। প্রাণে বাঁচতে উঁচু স্থানে ছুটে যাই।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। জরুরি পরিষেবার পাশাপাশি মিলিটারিও উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকারী দল জানিয়েছেন, দু’জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও খোঁজ পাওয়া যায়নি ২০ জনের। এই পরিস্থিতিতে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শিজুওকার গভর্নর জানিয়েছেন, বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যায়, তাই ধস নামে।