Delhi Fire : দিল্লির রোহিণীতে বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ৩-৪ জন

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে! এবার আগুন লাগল দিল্লির রোহিণী এলাকায় অবস্থিত একটি বাড়িতে। শনিবার সকাল ছ’টা নাগাদ রোহিণীর বুদ্ধ বিহার এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ৩-৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন, তাঁদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দিল্লি দমকল সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, শনিবার সকাল ছ’টা নাগাদ ফোন করে জানানো হয়, রোহিণীর বুদ্ধ বিহার এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ৩-৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।