আগরতলা, ৩ জুলাই (হি. স.) : দুর্নীতি মামলায় ফেসেছেন প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। তাঁর বিরুদ্ধে আয়ের সাথে সম্পত্তির অসঙ্গতির মামলা রুজু হয়েছে। ওই মামলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হবে। আপাতত ভিজিলেন্স তদন্ত করছে। পবিত্র করের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে।
ওই মামলা সম্পর্কে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার বলেন, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র করের বিরুদ্ধে ভিজিল্যান্স একটি তদন্ত করেছে। তাতে তাঁর আয়ের সঙ্গে সম্পত্তির অসঙ্গতি ধরা পরেছে। তাঁর আয়ের তুলনায় সম্পত্তির পরিমান অনেকটাই বেশী। তাই, ভিজিল্যান্স গতকাল বোধজং থানায় একটি মামলা দায়ের করেছে। তাঁর বক্তব্য, ওই মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হবে। পাশাপাশি মামলাটি ক্রাইম ব্রাঞ্চ-এর হাতে তুলে দেওয়া হবে। তিনি জানান, ২০০৪ থেকে ২০১৮ সময়কালে পবিত্র বাবুর সম্পত্তির পরিমান বৃদ্ধি পেয়েছে।
অবশ্য, সঙ্গতিহীন আয়ের উত্স নিয়ে পবিত্র কর সমস্ত অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, এক বছর পূর্বে ভিজিলেন্স তদন্ত শুরু করেছিল। দুইবার তাদের ডাকে সাড়া দিয়েছি। যা জানতে চেয়েছে কোন কিছু গোপন না করে সমস্তটাই বলেছি। তাঁর কথায়, ছয় মাস ধরে তদন্তের কোন শব্দ পাইনি। তাই ভেবেছিলাম হয়ত তদন্তকারী আধিকারিকরা আমার দেওয়া তথ্যে সন্তষ্ট হয়েছেন। কিন্ত, এখন শুনেছি পুণরায় মামলা হয়েছে। ফলে, সার্টিফাইড কপি না দেখে এখনই কোন পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
তাঁর দাবি, আয়ের হিসেব দিতে লুকোচুরি করিনি। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় নির্বাচনে কমিশনে সমস্ত তথ্যই জমা দিয়েছি। তিনি বলেন, মন্ত্রী ও বিধায়ক থাকাকালীন ভাতা এবং এখন পেনশন থেকেই আয়ের মূল উত্স। এছাড়া পৈত্রিক সম্পত্তি থেকেও ভালো আয় হচ্ছে আমার। তিনি জানান, রাবার বাগান এবং ধানের জমি রয়েছে। সেখান থেকে উপার্জনের হিসেব আয়কর রিটার্নে দাখিল করেছি। তাঁর কথায়, সিপিএম পার্টির সর্বকালের কর্মী আমি। সরকারী চাকুরী কখনো করিনি। ফলে, যা আয় হয়েছে তার পুরো হিসেব আয়করে জমা দেওয়া আছে।
তিনি ওই মামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন। কিন্ত, আখেরে কোন লাভ হবে শাসকের, তা তিনি জোর গলায় দাবি করেন। গ্রেফতার হতে পারেন এমন আশংকায় তাঁর জবাব, বাদল চৌধুরীর মতো তাঁরও ভাবমূর্তি উজ্জ্বল হবে। তাতে, সিপিএম পার্টি উপকৃত হবে। কারণ, দুর্নীতি করেছি প্রমাণ করা যাবে না, তাতে মানুষের মনে সহানুভূতি বাড়বে, দৃঢ়তার সাথে বলেন তিনি।
এদিকে, সিপিএম রাজ্য কমিটি এক বিবৃতিতে দাবি করেছে, বিজেপি-আইপিএফটি জোট সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দায়ের করেছে জনসমক্ষে পবিত্র কর-কে হেয় করার জন্য। সিপিআইএম ওই মামলা সাজানো দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে।

