জাকার্তা, ৩ জুলাই (হি.স.): ফের কোভিডের আগ্রাসন বাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। নতুন করে করোনার প্রকোপ রুখতে আংশিক লকডাউন লাগু হল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়, জাকার্তা ছাড়াও জাভা ও বালিতেও আংশিক লকডাউন লাগু হয়েছে। শুক্রবার সারাদিনে ইন্দোনেশিয়ায় নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৫৩৯ জনের।
ইতিমধ্যেই বিভিন্ন হটস্পট এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদ, রেস্তোরাঁ ও শপিং মল। এবার কোভিডের আগ্রাসন রুখতেই শনিবার থেকে রাজধানী জাকার্তা, জাভা ও বালিতেও আংশিক লকডাউন লাগু হয়েছে। নতুন করে করোনার প্রকোপ বাড়তে থাকায় ভিড় বাড়ছে ইন্দোনেশিয়ার বিভিন্ন হাসপাতালে। এই আগ্রাসনের জন্য করোনার ডেল্টা প্রজাতিকেই দায়ী করা হচ্ছে।
