নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর তোলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷ করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করতে শুরু করেছে৷ গরিব মেহনতী অংশের মানুষ সবচেয়ে সমস্যার সম্মুখীন৷ অতিমারিতে বিপন্ন মানুষজনকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করার দাবি জানিয়েছে নারী সমিতি৷
দেশের সরকার এই সংকট কালে যে পরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন তা যথেষ্ট নয় বলে নারী সমিতির নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷ বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শামিল হয় বাম সাংসদ ঝর্ণা দাস বৈদ্য বলেন বর্তমানে বিজিপি আইপিএফটি জোট সরকারের আমলে বিরোধীদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে৷ মা-বোনেরা সুরক্ষিত নয়৷ কলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও আমাদের দেশে জ্বালানির মূল্য মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি করা হয়েছে৷
এর ফলে পরিবহন ক্ষেত্রে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে৷ পণ্য পরিবহন ভাড়া অনেক বেড়ে গেছে৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য দিনের পর দিন বাড়ছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পেট্রোলের মূল্য রাশ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রিক মূল্য নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন তিনি৷ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন৷

