নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে প্রতিদিনই প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। এই পরিস্থিতিতে শুক্রবার ফের মহার্ঘ্য হল পেট্রোল। এদিন দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরু-সহ দেশের সর্বত্রই দামি হয়েছে পেট্রোল। শুক্রবার মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৯.১৬ টাকা, ডিজেল ৮৯.১৮ টাকায় অপরিবর্তিত রয়েছে।
কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ৯৯.০৪ টাকা, অপরিবর্তিত ডিজেলের দাম (৯২.০৩ টাকা)। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৫.২৪ টাকা, অপরিবর্তিত ডিজেলের দাম ৯৬.৭২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০০.১৩ টাকা এবং অপরিবর্তিত ডিজেলের দাম ৯৩.৭২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০২.৪৮ টাকা এবং অপরিবর্তিত ডিজেলের দাম ৯৪.৫৪ টাকা।

