চিকিৎসা বিশ্বে ভারতের অবদান পৃথিবীকে স্বাস্থ্যকর করে তুলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): চিকিৎসা বিশ্বে ভারতের অবদান পৃথিবীকে স্বাস্থ্যকর করে তুলেছে। চিকিৎসক দিবসে এভাবেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসা বিশ্বে ভারতের প্রচেষ্টাকে প্রশংসনীয়ও আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “চিকিৎসক দিবসের, সমস্ত চিকিৎসকদের আমার শুভেচ্ছা।” টুইটে প্রধানমন্ত্রীর সংযোজন, “চিকিৎসা বিশ্বে ভারতের প্রচেষ্টা প্রশংসনীয় এবং আমাদের পৃথিবীকে স্বাস্থ্যকর করে তুলতে অবদান রেখেছে।”

চিকিৎসক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অমিত শাহ টুইট করে লিখেছেন, “জাতীয় চিকিৎসক দিবসে, আমাদের সাহসী ডাক্তারদের বীরত্বপূর্ণ প্রচেষ্টাকে প্রণাম জানাই, যারা প্রতিকূলতা নির্বিশেষে মানবতার সেবা করতে কোনও প্রয়াস ছাড়েননি। সমাজের প্রতি তাঁদের নিঃস্বার্থ প্রচেষ্টা আমরা বারবার প্রত্যক্ষ করেছি।”