নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): দিল্লির শাহদারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বাড়িতে আগুন লেগে ধোঁয়ায় শ্বাসকষ্টে ও দগ্ধ হয়ে প্রাণ হারালেন ৪ জন। এছাড়াও আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শাহদারার ফর্শ বাজার এলাকায় অবস্থিত একটি বাড়িতে। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে মঙ্গলবার রাতে শাহদারার ফর্শ বাজার এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে এবং একজন জখম হয়েছেন।”
দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ফোন করে জানানো হয়, ফর্শ বাজার এলাকায় অবস্থিত একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ধরে গিয়েছে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৯টি ইঞ্জিন। গ্যাস লিকেজের জেরে আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় শ্বাসকষ্টে ও দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একজন ২৫ শতাংশ দগ্ধ হয়েছেন। মৃতদের নাম-মুন্নি দেবী (৪৫), নরেশ (২২), ওমপ্রকাশ (২০), সুমন (১৮)। লাল চন্দ (২৯) গুরুতর জখম হয়েছেন।
2021-06-30