হাওয়াইবাড়িতে পানীয় জলের তীব্র সংকট

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,২৮ জুন৷৷ পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় না৷ তাই পশ্চিম হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে জল সংকট৷ জল সংকট নিরসনে স্থানীয় পঞ্চায়েত থেকে উদ্যোগ নিলেও বাঁধা হয়ে দাঁড়ায় পাথর৷ মাটির গভীরে পাথর থাকার কারণে জল স্তর পাওয়া যাচ্ছে না৷পশ্চিম হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে ৩০/৩৫টি পরিবার জল সংকটে ভোগছিল৷ এই অবস্থা প্রত্যক্ষ করে পশ্চিম হাওয়াই বাড়ী পঞ্চায়েতের উদ্যোগে ২নং ওয়ার্ডে সাবমার্জিবল মিনি ডিপ টিউবওয়েল বসানোর জন্য কাজে হাত দিয়েছিল৷

২৪০ ফুট ড্রাইভিং এর পরই পাওয়া যায় পাথর৷ জল স্তর পাওয়া যায়নি৷ এই পরিপ্রেক্ষিতে সাবমার্জিবল মিনি ডিপ টিউবওয়েল বসানোর কাজ বন্ধ করে দেওয়া হয়৷ পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী কিছুদিন পর আরও উন্নত মানের মেশিন ব্যবহার করে সাবমার্জিবল মিনি ডিপ টিউবওয়েল বসানো কাজ পুনরায় চেষ্টা চালানো হবে৷ মূলত মাটির গভীরে পাথর থাকার কারণে জল স্তর পাওয়া যাচ্ছে না৷ অপরদিকে সাবমার্জিবল মিনি ডিপ টিউবওয়েলটি বসাতে না পারায় পঞ্চায়েতের ২নং ওয়ার্ড বাসীদের জল সংকট একই তিমিরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *