নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্যে আরও চারজনের মৃত্যু হল করোনায়৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয় ৮০৯৩ জনের৷ করোনা শনাক্ত হয় ৪৮৫ জনের৷ মৃত্যু হয় ৪ জনের৷ পশ্চিম জেলায় সংক্রমিত হয় ১৬১ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত হয় ১৪ জন, গোমতী জেলায় সংক্রমিত হয় ৪৪ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত হয় ৪৬ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয় ৪৮ জন, ধলাই জেলায় ৫৮ জন, উত্তর জেলায় সংক্রমিত হয় ৬৫ জন এবং ঊনকোটি জেলায় সংক্রমিত হয় ৪৯ জন৷
সক্রিয় রোগীর সংখ্যা ৩২৭৮ জন৷ সুস্থতা হার ৯৩.৮৮ শতাংশ৷ এবং সুস্থ হয় ৪৬৬ জন৷ রবিবার ৪৫ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত টিকার আওতায় আসে ৯৩৮ জন৷ ১৮-৪৪ বছরের ৩৭৯৮ জন বেনিফিশিয়ারি টিকার আওতায় আসে৷ এবং ৬০ বছরের ঊধর্ে ৩৮৩ জন টিকার আওতায় আসে৷ অর্থাৎ টিকা গ্রহণ করে ৫১৬৪ জন৷

