ইউরোর শেষ ষোলোর ম্যাচে ইতালির মুখোমুখি লড়াকু অস্ট্রিয়া

লন্ডন, ২৬ জুন (হি.স.) : শনিবার ইউরো ২০২০-তে শেষ ষোলোর ম্যাচে ইতালি বনাম লড়াকু অস্ট্রিয়া। বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন ইতালি। অথচ ২০১৮ সালে রাশিয়ায় বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে ইতালি যোগ্যতাই অর্জন করতে পারেনি। কিন্তু তারকা ছাড়াই লড়াকু এবং প্রতিভাবান এক দল নিয়ে ইতালিতে নবজাগরণ ঘটিয়েছেন রবার্তো ম্যানচিনি। গ্রুপ লিগে তিন ম্যাচে ৯ পয়েন্ট। গোল দিয়েছে ৭টা এবং একটাও গোল খায়নি ইতালি। পুরনো যোদ্ধা লিওনার্দো বোনুচ্চি এবং জর্জিও কিয়েলিনি আছেন ডিফেন্সে, গোলে এসে গেছেন বুফনের উত্তরসূরি, জিয়ানলুইজি ডোনারুমা।
আজ ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় ফর্মের তুঙ্গে থাকা ইতালির সামনে অস্ট্রিয়া। প্রতিপক্ষের তুলনায় ধারে ভারে তারা অনেকটাই পিছিয়ে, কিন্তু নক আউট পর্যায়ে কখন কী হয় কিছুই বলা যায় না। তুলনামূলক ছোট দল রক্ষণে জোর দেয়, সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে গোল করার চেষ্টা করে। গোল করতে না পারলে ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকার পর্যন্ত। টাইব্রেকার তো ফুটবলের লটারি, সেকথা কে না জানে। অস্ট্রিয়াও ইতালির বিরুদ্ধে সেই ছকেই খেলবে বলে আশা করা যায়।