আগরতলা, ২৫ জুন : কংগ্রেসের শরীর থেকে জরুরি অবস্থার কালো দাগ কখনো মুছবে না। এমনটাই দাবি ত্রিপুরা প্রদেশ বিজেপির। জরুরি অবস্থার বর্ষপূর্তিতে সারা দেশের সাথে ত্রিপুরায় বিজেপি কালো দিবস পালন করেছে। এ-বিষয়ে আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ১৯৭৫ সালে তদানিন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমানবিক পদক্ষেপ জরুরি অবস্থা জারি করার প্রতিবাদে আজ সারা দেশে বিজেপি কালো দিবস পালন করছে। কারণ, যুব ও আগামী প্রজন্মের কাছে জরুরি অবস্থার কালো অধ্যায় তুলে খুবই জরুরি।
তিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রশাসন এবং দেশের অর্থ ব্যবহার করছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। জয়প্রকাশ নারায়ন তাই মামলা করেছিলেন। কিন্ত, ক্ষমতার দম্ভে তখন প্রধানমন্ত্রী দেশে জরুরি অবস্থা জারি করে দেন। তাঁর দাবি, জরুরি অবস্থার সময় অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই, এল কে আদবানি সহ বহু নেতাকে গ্রেফতার করা হয়েছিল। এমনকি, সংবাদ মাধ্যমেরও কন্ঠ রোধ করা হয়েছিল। ত্রিপুরাতেও তার প্রভাব দেখা গিয়েছিল।
এদিন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী কংগ্রেস পার্টি ভেঙ্গে দিতে চেয়েছিলেন। কিন্ত, রাজনৈতিক স্বার্থে তা সম্ভব হয়নি। তিনি বলেন, কংগ্রেস নেতারা জরুরি অবস্থা নিয়ে মুখে কুলুপ এঁটে রাখেন। তবুও, কংগ্রেসের ভাবমূর্তি জরুরি অবস্থার কালো দাগ কখনই মুছবে না।

