আগরতলা, ২৫ জুন : ত্রিপুরায় ভেটেরিনারি অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে, রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ১৬ জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে। অতীতে কখনও একসঙ্গে এত জন ভেটেরিনারি অফিসার নিয়োগ হয়নি।
তিনি বলেন, এই ১৬ জনের মধ্যে ৭ জনকে নেওয়া হবে এসসি ও ৯ জনকে এসটি শ্রেণী থেকে। তাঁর দাবি, অর্থনৈতিক বিকাশ ও আত্মনির্ভরতার প্রশ্নে প্রাণী সম্পদ একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। ত্রিপুরার মানুষ আরও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে প্রাণী সম্পদকে উত্তরোত্তর বিকশিত করতে পারে সেই লক্ষ্যেই পথ চলছে রাজ্য সরকার, বলেন তিনি।
প্রসঙ্গত, ত্রিপুরায় অনুমোদিত ২১৭ পদে ১১৭ জন ভেটেরিনারি অফিসারের পদ শূন্য ছিল। তবে, সমস্ত গ্রেড-র অফিসার মিলিয়ে ১৪১টি পদ শূন্য ছিল। সম্প্রতি, বেকারদের পক্ষ থেকে প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তাকে নিয়োগ প্রক্রিয়া শুরু অনুরোধ জানানো হয়েছিল। ত্রিপুরা সরকার তাদের আবেদনে দ্রুত সাড়া দিয়েছে।

