সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এসডিএমের কাছে অভিযোগ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ জুন৷৷ সরকারি বিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট পরানোর বিষয়ে মহকুমাশাসক ও বিদ্যালয় পরিদর্শকের নিকট দারস্ত হলো বেকার যুবকরা৷ রাজ্যসরকারের নির্দেশিকা অনুযায়ী সরকারী সুকলে কর্তব্যরত শিক্ষকরা প্রাইভেট টিউশন করাতে পারবেনা৷


বিগত বছর ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎতের কথা মাথায় রেখে সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও বেকার শিক্ষকরা যৌথভাবে আলাপ আলোচনা করে সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের এই বিষয় ছাড় দিয়েছেন৷ বর্তমানে এক বছর অতিক্রান্ত হবার পর দেখাযাচ্ছে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যা ব্যাবসার জন্য প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছে৷ বুধবার এই শিক্ষকদের বিরুদ্ধে শান্তির বাজারের বেকার শিক্ষকের এক প্রতিনিধি দল শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহার নিকট এক লিখিত অভিযোগ নিয়ে যান৷


কিন্তু মহকুমা শাসকের নিকট অভিযোগ জানাতেগিয়ে হতাশাগ্রস্থ হয়ে ফিরতে হলো বেকার যুবকদের৷ এইনিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বেকার যুবকরা জানান মহকুমা শাসক উনাদের জানিয়েছেন সরকারি নির্দেশিকার কপি সহকারে অভিযোগ জমাদিতে৷ এইনিয়ে বেকার যুবকরা মহকুমা শাসক অর্ঘ্য সাহার কার্যকলাপে একরাশ ক্ষোভ উবরে দেন৷ উনাদের মতে সরকারি নির্দেশিকা কি কি রয়েছে তা মহকুমা শাসকের জানার কথা কিন্তু দেখাযাচ্ছে মহকুমা শাসক বেকার যুবকদের নিকট অর্ডার কপি চাইছে৷


অবশেষে বেকার যুবকরা মহকুমা শাসকের ব্যাবহারে মর্মাহত হয়ে শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকারের নিকট আবেদন পত্র টি জমাদেন৷ এই বিষয়ে বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার জানান এই বিষয়ে তিনি উনার উর্ধতর কতৃপক্ষের নিকট জানাবেন৷ পরবর্তী সময় উনার উর্ধতর কর্তীপক্ষের নিকট থেকে যে আদেশ আসবে সে আদেশ অনুশারে কাজ করাহবে৷ এখন দেখার বিষয় এই বিষয়ে শিক্ষাদপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷