আগরতলা, ২৪ জুন (হি. স.) : ত্রিপুরায় এডিসি প্রশাসন নিজস্ব পুলিশ নিয়োগ করতে চাইছে। এদিকে, এডিসি-র অধিক ক্ষমতায়ণ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুযায়ী মতামত পাঠানো হয়েছে। আজ এডিসি-র অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ-বিষয়ে জানিয়েছেন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া।
এদিন সদস্য বিমল কান্তি চাকমার লিখিত প্রশ্নের জবাবে মুখ্য কার্যনির্বাহী সদস্য বলেন, অধিক ক্ষমতা বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুযায়ী টিটিএএডিসি মতামত দিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে ১৫টি প্রস্তাব আকারে এডিসির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে । এদিকে, সদস্য রবীন্দ্র দেববর্মার অপর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২০-২১ অর্থ বছরের এডিসির বাজেটের ১০৫৯ কোটি ৪১ লক্ষ ৩৩ হাজার টাকা মধ্যে রাজ্য সরকার ৫৭৭ কোটি ২৩ লক্ষ ৮৬ হাজার টাকা এবং ২০২১-২২ অর্থ বছরে ১০৫৪ কোটি ৬৫ লক্ষ ৪৮ হাজার টাকার মধ্যে রাজ্য সরকার ৫৮৪ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার টাকা রাজ্য সরকার অনুমোদন করেছে।
আজ সদস্য উমাশঙ্কর দেববর্মার লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, শূন্য পদগুলো পুরণের জন্য পরিকল্পনা রয়েছে। আর্থিক সংকুলান হলে পূরণ করার পদক্ষেপ নেওয়া হবে। সদস্য ধীরেন্দ্র দেববর্মার লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, রাজ্য সরকার থেকে অর্থ পাওয়া গেলে এডিসির নিজস্ব পুলিশ নিয়োগ করা হবে। এ-বিষয়ে এডিসি-র প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য জানান, এডিসি প্রশাসনের নিজস্ব পুলিশ নিয়োগ করার এক্তিয়ার রয়েছে। তবে, ওই পুলিশ সশস্ত্র নয়, হবেন লাঠিদার। তিনি বলেন, ১৯৯৭ সালে এডিসি প্রশাসন এমনই এক বিল পাস করেছিল। কিন্ত, অর্থের সংকুলান হয়নি, তাই নিজস্ব পুলিশ নিয়োগ করা যায়নি।