বরপেটা (অসম), ২৪ জুন (হি.স.) : আন্তর্জাতিক গরু পাচার চক্ৰের চাঁই কুখ্যাত মোজাম্মিল হক পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছে। তাকে বরপেটায় ফখরউদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আপৎকালীন ওয়াৰ্ডে রেখে চিকিৎসা করছেন ডাক্তাররা। এ ঘটনায় বরপেটা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বরপেটার নবনিযুক্ত পুলিশ সুপার অমিতাভ সিনহা ঘটনা সম্পর্কে জানান, গতকাল বুধবার রাতে পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে বরপেটা শহরের মিশন রোডের বাসিন্দা কুখ্যাত গরু চোর চক্রের মাফিয়া মোজাম্মিল হক গুলিবিদ্ধ হয়েছে৷ তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় সে তাঁর কাছে এসে আত্মসমর্পণ করেছিল। এর পর গত দশদিন থেকে সে হাউলি থানার জিম্মায় ছিল৷ পুলিশ সুপার বলেন, দীৰ্ঘদিন ধরে অসম থেকে বাংলাদেশে গরু পাচারচক্রের নেতৃত্ব দিচ্ছিল মোজাম্মিল৷
পুলিশ সুপার অমিতাভ জানান, তার স্বীকারোক্তির ভিত্তিতে অনুসন্ধানের জন্য গতকাল রাতে কলগাছিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। কিন্তু মাঝপথে অন্ধকারের সুযোগে আচমকা পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে রুখতে পুলিশকে গুলি ছুঁড়তে হয়। তার বাঁ পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়ে সেখানেই বসে পড়ে সে। মোজাম্মিল হককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরপেটায় ফখরউদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।
পুলিশ সুপার জানান, প্ৰায় মাসখানেক আগে আরেক গরু মাফিয়া বরপেটা জেলার অন্তর্গত হাউলির বাসিন্দা খাইরুল সালামকে গ্ৰেফতার করেছিল পুলিশ৷ খাইরুলকে গ্ৰেফতারের পর মোজাম্মিল হক পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিল। কিন্তু মঙ্গলবার সে এসে আত্মসমৰ্পণ করেছিল৷

