ত্রিপুরায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে এডিসি অধিবেশন

আগরতলা, ২৪ জুন (হি. স.) : এখন থেকে জাতীয় সঙ্গীত গেয়ে এডিসি অধিবেশন শুরু হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিপূর্বে কখনই এডিসি অধিবেশন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়নি। তিপ্রা মথার চেয়ারম্যান তথা এডিসির কার্যকরী সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মা এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন। সাংসদ রেবতী ত্রিপুরা আজকের দিনটিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। এদিকে, এডিসির বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন বিজেপির হংস কুমার ত্রিপুরা।

আজ এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া এবং বিরোধী দলনেতা হংস কুমার ত্রিপুরা চেয়ারম্যান-র কাছে অধিবেশন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। তাঁদের ওই আবেদনে চেয়ারম্যান সম্মতি দিয়েছেন। ফলে, কাল থেকে এডিসির ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে।

এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজ অষ্টম এডিসি-র দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাল থেকে অধিবেশন পর্বের সূচনা হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। এজন্য তিনি এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য সহ সকলকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। সাথে তিনি যোগ করেন, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সমস্ত প্রতিনিধি এদিনের অধিবেশনে উপস্থিত ছিলেন। অধিবেশনের আলোচিত বিষয় ও আগামী সূচী নিয়ে তাঁকে অবগত করতে এসেছিলেন এডিসিতে বিজেপির নেতা তথা এডিসি-র বিরোধী দলনেতা হংস কুমার ত্রিপুরা, এমডিসি বিমল চাকমা, ভূমিকানন্দ রিয়াং, সঞ্জিত রিয়াং এবং সঞ্জয় দাস। তিনি তাঁদের নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দর্শন সেই ‘সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্র নিয়ে এডিসি এলাকায় উন্নয়নের কাজকে তরান্বিত করতে হবে। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন চায়। সমন্বয় সাধনের মাধ্যমে তা যাতে বাস্তবায়িত হয় সে ব্যাপারে এডিসির বিজেপি সদস্যদের সর্বদা আন্তরিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি।

এদিকে, তিপ্রা মথা চেয়ারম্যান তথা এডিসির কার্যনির্বাহী সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মা এক ফেইসবুক বার্তায় বলেন, এডিসি-র অধিবেশন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করার জন্য আমার পরামর্শে মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং বিরোধী দলনেতা সম্মত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ইতিপূর্বে এডিসি প্রশাসন কখনই অধিবেশন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করেনি। এদিন এক ফেইসবুক বার্তায় সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, আজকের দিনটা তাহলে রাজনীতিতে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে।