একজন পরীক্ষার্থীর করোনায় মৃত্যু হলেও ক্ষতিপূরণ ১ কোটি, দ্বাদশ নিয়ে অন্ধ্রপ্রদেশকে শীর্ষ আদালতের হুঁশিয়ারি

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : দ্বাদশ শ্রেণির একজন পরীক্ষার্থীও করোনা আক্রান্ত হয়ে  মারা যায়, তাহলে সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার অন্ধপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিল দেশের শীর্ষ আদালত। করোনার জেরে সিবিএসই সহ বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষা বাতিল হলেও অন্ধপ্রদেশ সরকার এখনও দ্বাদশের পরীক্ষা বাতিল করেনি। আর তা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।


প্রসঙ্গত, শিক্ষার্থীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে দেশের প্রধানমন্ত্রী সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন। তবে এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ সেরকম সিদ্ধান্ত নেয়নি। সেখানে মোট ৫ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর বিধি মেনে পরীক্ষা দেওয়ার কথা। সরকারের বক্তব্য এতসংখ্যক পড়ুয়া ৩৪ হাজার ঘরে পরীক্ষা দেবে। আর এই নিয়েই অন্ধ্র সরকারকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে কী করে শারীরিক দূরত্ব রেখে এত জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব? সরকারের জবাব, একটি ঘরে ১৫ থেকে ১৮ জন পরীক্ষার্থী থাকবে। যদিও সেই দাবি নাকচ করেছে আদালত।


এরই পাশাপাশি বিচারপতি কেএম খানভিলকার এবং দীনেশ মহেশ্বরী সিবিএসই ও সিআইএসসিই-র তরফে যেভাবে নম্বর বিবেচনা করা হবে সেটিকে স্বচ্ছ বলে দাবি করেন। এবং সেভাবেও অন্ধ্র সরকারও নম্বর বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বোর্ড পরীক্ষা নেওয়ার আগে কীভাবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? তারও বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে আদালত। এরই সঙ্গে অন্ধ্রপ্রদেশ সরকারের দেওয়া পরীক্ষা নিয়ে পরিকল্পনার সঙ্গে একমত নয় আদালত বলে জানিয়েছেন বিচারপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *