মহেষখলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ আমতলী থানার অন্তর্গত মহেষখলা দাসপাড়া বাইপাস রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
মঙ্গলবার সাতসকালে মহেশখালী বাইপাস রোডের বাস থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ প্রাতঃ ভ্রমণকারীরা মৃতদেহ দেখতে পেয়ে আমতলী থানার পুলিশকে খবর দেন৷ মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মানুষের ভীড় জমতে থাকে৷ এদিকে খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷


সকাল থেকে পড়েছি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ অমৃতের বয়স আনুমানিক পঞ্চান্ন বছর৷ এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷ স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তিকে তারা এলাকায় ইতিপূর্বে কখনো দেখেননি৷ স্বাভাবিক কারণেই প্রশ্ণ দেখা দিয়েছে কোথা থেকে ওই ব্যক্তি এখানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷ এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়েও জনমনে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে আমতলী থানার পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যু জেনেও মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো মৃত্যুর আসল কারণ সম্পর্কে কোন কোন খুঁজে পায়নি পুলিশ৷