পাকিস্তান কাঁপল মৃদু ভূমিকম্পে, তীব্রতা মাত্র ৪.৯

ইসলামাবাদ, ২৩ জুন (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। বুধবার সকাল ৬.০৯ মিনিট নাগাদ মৃদু তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। উৎসস্থলের কাছে বসবাসকারী মানুষজন ভূকম্পন টের পেয়েছেন। তবে, তীব্রতা অনেক কম ছিল।

ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, বুধবার সকাল ৬.০৯ মিনিট নাগাদ ৪.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায়। কোহাট থেকে ১৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ৩৩.৪৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১.৫৩ দ্রাঘিমাংশ। এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।