আগরতলা, ২৩ জুন (হি.স.) : ত্রিপুরায় প্রসিদ্ধ পাগলি মাসি আজ প্রয়াত হয়েছেন। বুধবার বেলা আড়াইটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে ত্রিপুরায় অগুণিত ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণের খবর পেয়ে প্রচুর ভক্ত মেলাঘরে পাগলি মাসির আশ্রমে ভিড় করেছেন। অনেকে অঝোরে কেঁদে চলেছেন। আশ্রম কমিটির সদস্যরা জানিয়েছেন, আজ তাঁর দেহ ভক্তদের দর্শনের জন্য কালীমন্দির প্রাঙ্গণে রাখা থাকবে। আগামীকাল ধর্মীয় বিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার চিন্তাভাবনা চলছে।
সিপাহিজলা জেলার অধীন মেলাঘরের পাগলি মাসি বহু প্রসিদ্ধ। তাঁর অগুণিত ভক্ত রয়েছেন ত্রিপুরায়। ভক্তদের বিশ্বাস পাগলি মাসি ঐশ্বরিক শক্তির অধিকারী ছিলেন। তাঁর সান্নিধ্যে গিয়ে বহু মানুষ উপকৃত হয়েছেন। প্রতি বছর পাগলি মাসির মন্দিরে বিরাট উৎসব ও মেলার আয়োজন হয়। ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষ তাঁর দর্শনে ছুটে আসতেন।
মন্দির কমিটির সদস্য জানিয়েছেন, গতকাল থেকে পাগলি মাসি আহার গ্রহণ করছিলেন না। আজ তাই চিকিৎসকদের ডাকা হয়েছিল। চিকিৎসকদের একটি টিম এসে তাঁকে পরীক্ষা করে ওষুধ লিখে দিয়েছিলেন। কিন্তু বেলা আড়াইটা নাগাদ তিনি প্রয়াত হয়েছেন। মেলাঘর হাসপাতালের এসডিএমও জানিয়েছেন, আমরা গিয়ে পাগলি মাসির শারীরিক অবস্থা পরীক্ষা করেছি। অবস্থা বুঝে সেই মতো ব্যবস্থাপত্রও লিখে দিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পর ফোন পেয়ে পুনরায় গিয়ে দেখি তিনি প্রয়াত হয়েছেন। তিনি অনুমান করে বলেন, সম্ভবত পাগলি মাসি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।
এদিকে, তাঁর প্রয়াণের খবর পেয়ে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ মেলাঘর ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নেমেছে। প্রশাসনের তরফে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আসলে, ত্রিপুরায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির যেমন প্রসিদ্ধ। তেমনি, প্রসিদ্ধ পাগলি মাসিও।