রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

কলকাতা, ২৩ জুন ( হি. স.) : করোনা কাঁটায় চলতি বছর বাতিল হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা । জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে কি হবে সেই সেই চিন্তায় ভুগছিল সকল পরীক্ষার্থীরা । অবশেষে ঘটল চিন্তার অবসান । আগামী ১৭ জুলাই রাজ্যে হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বুধবার এমনটাই সাংবাদিক সম্মেলন করে জানানো হয় বোর্ডের তরফে । 

গতবছর মার্চ মাস থেকে শহরজুড়ে জাঁকিয়ে বসেছে অদৃশ্য ভাইরাস করোনা । একটা গোটা বছর পেরিয়ে গেলেও সেই অবস্থার কোনও পরিবর্তন হয়নি । বর্তমানে সংক্রমণ ঠেকাতে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । যার জেরে বন্ধ আছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । এই পরিস্থিতিতে কীভাবে সম্ভব জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া সকলেই সেই চিন্তায় চিন্তিত ছিল । অবশেষে এদিন রাজ্যের জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যে ১৭ জুলাই হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । এদিন বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় পরীক্ষার জন্য ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে । পাশাপশি চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫ । জানা গিয়েছে চলতি বছর জয়েন এন্ট্রান্স- র ফলপ্রকাশ হবে ১৪ অগাস্ট । ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে । পাশাপশি এদিন জানানো হয়, নার্সিংয়ের প্রবেশিকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রবেশিকা-সহ ১১টি পরীক্ষা যথাসময়ে নেবে বোর্ড। নার্সিংয়ে প্রবেশিকার পরীক্ষা ৪ জুলাইয়ের পরিবর্তে ৩১ জুলাই হবে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *