নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রবিবার আগরতলায় ছাত্রযুব ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ডিওয়াইএফআই ডিওয়াইএফ মোহন পুর অঞ্চল কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে মোট ২৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
রক্তদান শিবিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেন প্রতি সপ্তাহেই ছাত্র-যুব ভবনে এ ধরনের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে৷ বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যথেষ্ট সংকট রয়েছে৷ রক্তের অভাবে জরুরী চিকিৎসা পরিষেবা বাধাপ্রাপ্ত হচ্ছে৷ সে কারণেই ছাত্র-যুব সহ গণতন্ত্রপ্রিয় সকল অংশের মানুষজনকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার৷ তিনি বলেন এ ধরনের মানব সেবা মূলক কাজে সকলকে এগিয়ে আসা প্রয়োজন৷ ছাত্র যুবকরা যেভাবে রক্তদানে এগিয়ে এসেছেন সে জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মানিকবাবু৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন মোহনপুর অঞ্চলের যুবকরা কেন আগরতলায় রক্তদান শিবির সংঘটিত পড়ছে তার পেছনেও একটি কারণ রয়েছে৷ তিনি বলেন মোহনপুর এলাকায় গণতান্ত্রিক পরিবেশ নেই৷ সেখানে রক্তদানের মতো মানবতাবাদী কাজকর্ম করা যাচ্ছে না৷
কিন্তু সেখানকার বাম ছাত্র যুবরা মানবতাবাদি কাজকর্মে পিছিয়ে নেই৷ সে কারণেই তারা আগরতলায় ছাত্র-যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ মানবকল্যাণে সবধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে রক্তদান সহ অন্যান্য সামাজিক কাজে এগিয়ে আসার জন্য ছাত্র-যুবকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি রক্ত দানের মতো মহৎ কাজে যারা বাধা সৃষ্টি করছে আক্রমণ সংগঠিত করছে তাদের নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার৷ রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা৷

