পাটনা, ২১ জুন (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধী সর্বদাই টিকাকরণ নিয়ে সরব, টিকাকরণ অভিযানে বিভিন্ন ত্রুটি খুঁজে প্রায়ই কেন্দ্রকে আক্রমণ শানান সোনিয়া-পুত্র। কিন্তু , তিনি নিজে আদৌ টিকা নিয়েছেন কি-না, তা কারও জানা নেই। তাই রাহুলকে বিশেষভাবে অনুরোধ করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বললেন, “বিনীত অনুরোধ করছি, আপনি (রাহুল গান্ধী) যদি টিকা না নিয়ে থাকেন, তাহলে দয়া করে ভ্যাকসিন নিয়ে নিন।”
সোমবার পাটনায় রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “কংগ্রেস নেতা রাহুল গান্ধী আদৌ টিকা নিয়েছেন কি-না, তা দেশ জানে না। যদি আপনি (রাহুল গান্ধী) এখনও পর্যন্ত কোভিড-১৯ টিকা না নিয়ে থাকেন, তাহলে আমার বিনীত অনুরোধ রইল, দয়া করে টিকা নিয়ে নিন।” এদিন পাটনার একটি টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে যান রবিশঙ্কর। তিনি বলেছেন, “বিহারে ইতিমধ্যেই ১ কোটির বেশি মানুষ টিকা নিয়েছেন।”

