আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা রাজ্যপাল ধনকরের

কলকাতা, ২১ জুন (হি. স.) : আন্তর্জাতিক যোগ দিবসে সবাইকে যোগ করার আবেদন জানিয়ে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

রবিবার রাতেই তিনি টুইটে লেখেন, “২০১৪-র ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে তাঁর ভাষণ চলাকালীন বিশ্বকে ভারতীয় যোগ উপহার দিয়েছেন। ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে গৃহীত করার প্রস্তাবটি ১৭৭ টি দেশের সমর্থন পেয়েছে। আমি আগামীকাল যেখানেই থাকি না  কেন যোগ অনুশীলন করার জন্য সকলকে অনুরোধ করছি।