পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেলঘড়িয়ায় বিক্ষোভ

কলকাতা,২১ জুন ( হি. স.) : করোনা আবহে লকডাউনের মাঝেই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ডিজেলের মূল্য । পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে সমস্যায় সাধারন মানুষ । সোমবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেলঘড়িয়ায় বিক্ষোভ সিপিআইএমের । 

করোনা আবহে বর্তমানে লকডাউন শুরু হয়েছে রাজ্য জুড়ে । যার জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, বাস, মেট্রো । কিন্তু অপরদিকে ক্রমাগত পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় চিন্তার ভাঁজ পরেছে সকলের কপালে । আর তাই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখায় সিপিআইএম ।

 এদিন সিপিআইএম বেলঘড়িয়া এরিয়া কমিটির পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে দল বাজি, করোনা ভাইরাসে ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকে জি এস টি বাতিল করা সহ ভ্যাকসিন সর্বস্তরের মানুষের কাছে অবিলম্বে পৌঁছে দেওয়া সহ আয়কর বহির্ভূত মানুষ যারা আছে তাদেরকে মাসে ৭৫০০ টাকা করে দিতে হবে একাধিক দাবীতে বেলঘড়িয়া ফিডার রোডের উপরে বাটার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা ।