নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয় ৯৭৫৬ জনের৷ করোনা শনাক্ত হয় ৩৬৭ জনের৷ মৃত্যু হয় ৪ জনের৷
পশ্চিম জেলায় সংক্রমিত হয় ১১৬ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত হয় ২২ জন, গোমতী জেলায় সংক্রমিত হয় ২৪ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত হয় ৩২ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয় ১৪ জন, ধলাই জেলায় ৩৩ জন, উত্তর জেলায় সংক্রমিত হয় ৪৯ জন এবং ঊনকোটি জেলায় সংক্রমিত হয় ৭৭ জন৷ সক্রিয় রোগীর সংখ্যা ৩,৭৬৭ জন সুস্থতা হার ৯২.৮৯ শতাংশ৷ এবং সুস্থ হয় ৬৪৬ জন৷