কলকাতা, ১৯ জুন (হি. স.) : মিলখা সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
রাজ্যপাল টুইটে লিখেছেন, “কিংবদন্তি ভারতীয় স্প্রিন্টার মিলখা সিং করোনার সাথে এক মাস যুদ্ধের পরে মারা গেছেন। তিনি কখনও হারবেন না। তাঁর জীবন আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। জাতিকে সর্বদা প্রথম রাখার ভাবনার সহায়ক হবে। ওঁ শান্তি!“