কলকাতা পুরসভার উদ্যোগে চালু হল ভ্যাকসিনেশন অ্যাপ

কলকাতা,১৫ জুন (হি.স.) : করোনা হানায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় শহরবাসীর । ইতিমধ্যেই সংক্রমণ ঠেকাতে একাধিক নয়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন । পিছিয়ে নেই কলকাতা পুরসভাও । এরই মাঝে মঙ্গলবার সাধারণ মানুষকে ভ্যাকসিনেশনের সুবিধা দিতে কলকাতা পুরসভার তরফে  নতুন অ্যাপের উদ্বোধন হল ।
 দেশ তথা রাজ্যজুড়ে ক্রমাগত আতঙ্ক দিচ্ছে অদৃশ্য অচেনা ভাইরাস করোনা । তবে, বর্তমানের পরিস্থিতিতে বারবারই প্রশাসনের তরফে ভ্যাকসিনেশনের উপর দেওয়া হচ্ছে জোর । আর তাই এবার কলকাতার বাসিন্দারা যাতে আরও সহজে ভ্যাকসিন পায় তাই কলকাতা পুরসভার উদ্যোগে তৈরি হয়েছে ভ্যাকসিনেশন অ্যাপ । কলকাতা পুরসভার উদ্যোগে তৈরি এই ভ্যাকসিনেশন অ্যাপ এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাত ধরে স্বাস্থ্য ভবনে উদ্বোধন হয় ।